ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও সাম্য হত্যার বিচারসহ ঢাবি শিবিরের যত দাবি

মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংবাদ সম্মেলন
মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশ সীমিত করা এবং সাম্য হত্যার বিচার নিশ্চিতকরণে আনুষ্ঠানিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন, সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং সার্বিক ক্যাম্পাস নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচন আয়োজন এবং প্রশাসনের আরো সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ডাকসু কার্যকর না থাকার ফলে নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে।’

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচন আয়োজনের পাশাপাশি এবং প্রশাসনের আরো সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি।

এস এম ফরহাদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তি ও যানবাহন নিয়ন্ত্রণ যখন শুরু করে, তখন কতিপয় শিক্ষক ও ছাত্রসংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের সে সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কতিপয় কুচক্রী মহলের চাপে নতিস্বীকার না করে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতঃপূর্বে নেয়া সিদ্ধান্তে অনড় থাকা।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হঠকারী ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের নিন্দা জানান এস এম ফরহাদ। এসময়, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এ টি এম আজহার মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়।

এসএইচ