জসীম উদ্দিন বলেন, ‘কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা প্রধান করা হচ্ছে না। ডাকসুর নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার উদ্দেশ্যেই সময় বাড়ানো হয়েছে।’
এর আগে গেল আট দিনের মনোনয়ন পত্র বিতরণ ও জমার হিসাব তুলে ধরেন তিনি। ১২ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে ৬৫৮টি। এর মধ্যে আজকে ৯৩টি ফরম বিতরণ করা হয়েছে। এর বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়েছে ১০৬টি।