ডাকসুতে কোনো দলীয় পরিচয় নেই: প্রধান রিটার্নিং কর্মকর্তা

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে (ডাকসু) কোনো দলীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) বিকেলে দিনের সবশেষ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জসীম উদ্দিন বলেন, ‘কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা প্রধান করা হচ্ছে না। ডাকসুর নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার উদ্দেশ্যেই সময় বাড়ানো হয়েছে।’

এর আগে গেল আট দিনের মনোনয়ন পত্র বিতরণ ও জমার হিসাব তুলে ধরেন তিনি। ১২ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে ৬৫৮টি। এর মধ্যে আজকে ৯৩টি ফরম বিতরণ করা হয়েছে। এর বিপরীতে মনোনয়ন পত্র জমা হয়েছে ১০৬টি।

এসএস