জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘প্রচলিত ধারার রাজনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।’

তিনি বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সহজ হবে। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে সরকার ও রাষ্ট্র শক্তিশালী হবে না। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন।’

তিনি জানান, মিথ্যা মামলার কারণে কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।

বক্তব্য শেষে ‘জনশক্তি, জনবল, বিএনপির মনোবল’ বলে স্লোগান দেন তারেক রহমান।

এসএস