হাকসু নির্বাচন ৬ নভেম্বর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত
0

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আগামী ৬ নভেম্বর ছাত্রসংসদ (হাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। যদিও প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৫ সেপ্টেম্বর আলোচনার মাধ্যমে রোডম্যাপ ঘোষণার প্রস্তাব দেয়, শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন:

অবশেষে শিক্ষার্থীদের চাপের মুখে কর্তৃপক্ষ আজ সকালে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন এবং চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে ৬ নভেম্বর হাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএ