ঢাকা বিদ্যলয়ের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন নতুন সিটপ্ল্যান

ঢাকাবিদ্যলয়ের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আজ; ১ লাখ ১৪ হাজার পরীক্ষার্থীর লড়াই
ঢাকাবিদ্যলয়ের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আজ; ১ লাখ ১৪ হাজার পরীক্ষার্থীর লড়াই | ছবি: এখন টিভি
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ১৪ হাজার ১০৩ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬২ জন পরীক্ষার্থী।

একনজরে ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষার সময় ও আসন সংক্রান্ত তথ্য

  • পরীক্ষার তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)।
  • পরীক্ষার সময়: বিকেল ৩:৩০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত।
  • আসন সংখ্যা: ১,৮৫১টি।
  • মোট আবেদনকারী: ১,১৪,১০৩ জন।
  • প্রতি আসনের বিপরীতে লড়বেন: প্রায় ৬২ জন।

পরীক্ষার সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য (Exam Timing & Center Details)

আজ বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা (DU Admission Test) একযোগে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ২০ ডিসেম্বর এই পরীক্ষাটি হওয়ার কথা থাকলেও সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে তা স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন:

ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষার নতুন সিটপ্ল্যান ও প্রবেশপত্র (New Seat Plan & Admit Card)

গত বৃহস্পতিবার বিজ্ঞান ইউনিটের নতুন সিটপ্ল্যান (DU Admission Seat Plan) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বা এসএমএসের মাধ্যমে তাদের আসনবিন্যাস জানতে পারছেন।

অঞ্চল পরিবর্তন: যারা পরীক্ষা কেন্দ্র বা অঞ্চল পরিবর্তনের আবেদন করেছিলেন, কেবল তাদের ক্ষেত্রেই নতুন সিটপ্ল্যান এবং পরিবর্তিত প্রবেশপত্র (Revised Admit Card) কার্যকর হবে।

পুরোনো প্রবেশপত্র: যাদের কেন্দ্র পরিবর্তন হয়নি, তাদের আগের প্রবেশপত্রটিই বহাল থাকবে। তবে রোল ও সিরিয়াল নম্বর অপরিবর্তিত থাকছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন:

ভর্তি পরীক্ষার সর্বশেষ চিত্র (Admission Overview)

বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এবারের ঢাবি ভর্তি যুদ্ধ প্রায় শেষের দিকে। এর আগে ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট (C Unit) এবং ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (B Unit) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:

এসআর