জকসু নির্বাচন: ১৮ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে ছাত্রদল রাকিব

জকসু নির্বাচনের ভোট গণনা
জকসু নির্বাচনের ভোট গণনা | ছবি: এখন টিভি
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ২৫ ভোটে এগিয়ে আছেন।

আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ১৮টি কেন্দ্রে দুই হাজার ১২৯ ভোট পেয়েছেন। এদিকে ২৫ ভোট বেশি পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের ভোট দুই হাজার ১৫৪।

এর আগে গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এসএস