তাপপ্রবাহ চলবে আরো দুই দিন

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

সারাদেশে উপর দিয়ে আরো দুই দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে—এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১১ জুন) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৫ জুনের পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

এদিকে, গত রাতেই রাজধানীর কাজীপাড়া, শেওরাপাড়া, আগারগাঁও, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, পান্থপথ, গ্রিনরোড, কলাবাগান ও ধানমন্ডিতে বৃষ্টি হয়েছে; যা গরমের মধ্যে জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে টানা বৃষ্টি হলে তাপমাত্রা কমবে।


ইএ