এদিকে রাজধানীতেও আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৭৬ শতাংশ
এছাড়াও রাজশাহীতে আজ সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৯৮ শতাংশ।
আরও পড়ুন:
সেই সঙ্গে সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা; রংপুরে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদী ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস , চুয়াডাঙ্গা ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।





