দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। আজ (সোমবার, ৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

একনজরে ভূমিকম্পের তথ্য (Quick Facts)

বিষয়তথ্য (Data)
সময়সোমবার, ভোর ৪:৪৭ মিনিট (৫ জানুয়ারি, ২০২৬)
মাত্রা (Magnitude)৫.২ থেকে ৫.৪ (রিখটার স্কেল)
উৎপত্তিস্থলধিং/মরিগাও, আসাম, ভারত
গভীরতা১০ কিমি (EMSC) / ৩৫ কিমি (USGS)
অনুভূত এলাকাঢাকা, সিলেট, চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা

ভূমিকম্পের উৎপত্তিস্থল ও গভীরতা (Epicenter and Depth)

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে।

আরও পড়ুন:

এছাড়া এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

আরও পড়ুন:

এএইচ