বরিশালে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন

সূর্যের ছবি
সূর্যের ছবি | ছবি: সংগৃহীত
0

তীব্র তাপপ্রবাহ আর প্রখর রোদে নাকাল হয়ে পড়েছে বরিশালের মানুষ। দিন ও রাতের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে। বরিশালের আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ (শুক্রবার, ১৩ জুন) দুপুর ১টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের ১০ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মে মাসের ১১ তারিখ; ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাইরে আগুনপোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষেরা। তীব্র গরমে শ্রমজীবীসহ রাস্তায় বের হওয়া মানুষ একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছের নিচে। আবার অনেকে পান করছেন বরফ দেয়া ঠান্ডা শরবত।

আরো পড়ুন:

বরিশালে গত ১ সপ্তাহ ধরে এই তাপমাত্রা বিরাজ করছে। আগামী বেশ কিছুদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএইচ