রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত প্রতিবেদন বলছে, গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়েছেন একজন। এ নিয়ে এক মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ টিতে। যাদের ১০ জন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯ জন।
মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ বলছে, করোনার উপসর্গ থাকলে টেস্ট করতে তাদের কোনো ধরনের সংকট নেই। এতে প্রতিদিন ৯-১০ টি টেস্টের স্যাম্পল পাচ্ছেন তারা। এ অবস্থায় জনসমাগমে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতালের জরুরি ও বহির্বিভাগেও সতর্কতা দেয়া হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রস্তুত আছে দক্ষ জনবল, হাইফ্লো অক্সিজেন ও ডেডিকেটেড ওয়ার্ড।