সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

কোভিড-১৯
কোভিড-১৯ | ছবি : সংগৃহীত
0

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি দফা করোনায় মারা গেলেন মোট দুইজন। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধা মারা যান।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মৃত ৮০ বছর বয়সী ব‍্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

তিনি করোনা ছাড়াও আরো অন্যান্য জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন। এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

এএইচ