ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১১৭৯

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২
একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২ |
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৯ জন। আজ (সোমবার, ১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭২২ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ২ হাজার ৬৭৪ জন ঢাকার বাইরের।

এফএস