২.৫ বিলিয়ন ডলারে মার্কিন ফিনটেক মেলিও কিনবে নিউজিল্যান্ডের জেরো

জেরো ও মেলিও
জেরো ও মেলিও | ছবি: সংগৃহীত
0

নিউজিল্যান্ডের অ্যাকাউন্টিং সফটওয়্যার জায়ান্ট জেরো, নিউইয়র্ক পেমেন্ট সরবরাহকারী মেলিওকে ২.৫ বিলিয়ন ডলারে কিনতে রাজি হয়েছে। যা এক দশকেরও বেশি সময়ের মধ্য সবচেয়ে বড় প্রযুক্তি জায়ান্ট বেচাকেনার ডিল।

এর মাধ্যমে কিউই ফার্ম জেরো মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের উপস্থিতিকে আরো স্পষ্ট করে তুলছে। এই চুক্তিটি জেরোর অ্যাকাউন্টিং সফটওয়্যারে আর্থিক লেনদেন যোগ করে। এর ফলে উভয় পক্ষকে তাদের ব্যবসা বাড়াতে সক্ষম করবে।

নিউজিল্যান্ডে সদর দপ্তর থাকা জেরো তার হোম মার্কেটের সবচেয়ে আধিপত্য বিস্তার করছে। এর পাশাপাশি জেরো মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কেট শেয়ার বৃদ্ধির চেষ্টা করছে।

সেজু