সমুদ্রের গভীর অন্ধকার অঞ্চলে অক্সিজেনের অস্তিত্ব শনাক্ত

ডার্ক অক্সিজেন
ডার্ক অক্সিজেন | ছবি: বিবিসি
0

সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা সমুদ্রের গভীর অন্ধকার অঞ্চল থেকে এক ধরনের অক্সিজেনের অস্তিত্ব শনাক্ত করেছেন, যাকে ‘ডার্ক অক্সিজেন’ বলা হচ্ছে। সূর্যের আলো যেখানে একেবারেই পৌঁছায় না, সেখানে এ অক্সিজেনের উপস্থিতি সমুদ্র বিজ্ঞানের ধারণাকে এক নতুন মাত্রা দিয়েছে।

শুধু তাই নয়, সমুদ্র তলের চার কিলোমিটার গভীরে থাকা পলিমেটালিক নোডুলে লুকিয়ে রয়েছে শক্তির এক রহস্যময় উৎস, যা বিজ্ঞানীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গবেষণায় দেখা যায়, সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিমেটালিক নোডুলে রয়েছে ম্যাঙ্গানিজ, নিকেল এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ ধাতু, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও অন্যান্য কম-কার্বন প্রযুক্তিতে ব্যবহার হয়।

গবেষকরা আরও জানতে পেরেছেন, এ নোডুলগুলো প্রকৃতিগতভাবে এমন বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারে যা সমুদ্রের পানিকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করতে সক্ষম, যাকে বৈজ্ঞানিক ভাষায় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়।

এএইচ