গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ ট্রিলিয়ন ডলার। চিপ-জায়ান্ট এনভিডিয়ার পর ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো দ্বিতীয় কোম্পানি এখন মাইক্রোসফট।
ধারণা করা হচ্ছে, এআইতে করা বিপুল বিনিয়োগের প্রেক্ষিতেই এমন লাভজনক অবস্থানে পৌঁছেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এতে এপ্রিলে দাম কমে গেলেও আবারও ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার দর।
আরও পড়ুন:
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ক্রমবর্ধমান এআই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে তারা রেকর্ড ৩০ বিলিয়ন ডলার মূলধন ব্যয় করবে।
পাশাপাশি তারা জানিয়েছে, তাদের কো-পাইলট এআই টুলসের মান্থলি সাবস্ক্রাইবার ১০ কোটি ছাড়িয়ে গেছে। মূলত ওপেন এআই’র উপর মাইক্রোসফটের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ এক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হচ্ছে, যা তার অফিস স্যুট এবং অ্যাজিউরের অফারগুলোকে অত্যাধুনিক এআই দিয়ে শক্তিশালী করছে।