চলতি সপ্তাহের শুরুতে ফাস্ট কোম্পানি প্রকাশিত একটি আর্টিকেল প্রকাশ্যে আসার পর মূলত গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেনে এবং অভিযোগ জানানো শুরু করেন। ফাস্ট কোম্পানি জানায়, গুগলের সার্চ রেজাল্টে তারা কয়েক হাজার চ্যাটজিপিটি কনভারসেশন খুঁজে পেয়েছে। তবে সেগুলো কাদের কথোপকথন সে বিষয়ে কোনো তথ্য ছিল না।
এটি কোনো ধরনে তথ্য ফাঁস বা হ্যাকের ঘটনা নয় বলে জানা গেছে। মূলত শেয়ারেবল ইউআরএল লিংক তৈরির সঙ্গে এটি সম্পর্কিত।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ কেন তাদের কথোপকথনের লিংক তৈরি করতো। এ বিষয়ে ফাস্ট কোম্পানি জানায়, মেসেজিং অ্যাপে কথোপকথন শেয়ার করার জন্য কিংবা পরবর্তীতে মেসেজে আবার প্রবেশের সুবিধার্তেই মূলত এ লিংক তৈরি করা হতো।
ফাস্ট কোম্পানির আর্টিকেল প্রকাশের পর চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ড্যান স্টাকি ফিচারটির সাফাই গাইলেও জনরোষের মুখে সেটি বন্ধের কথা জানান।