প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরির পথে ওপেনএআই

প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরির পথে ওপেনএআই
প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরির পথে ওপেনএআই | ছবি: সংগৃহীত
0

নরওয়েতে নিজেদের প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে ওপেনএআই। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ওপেন এআই জানিয়েছে এটি ইউরোপে প্রজেক্ট স্টারগেটের প্রথম ধাপ। এতে অংশীদার হিসেবে থাকছে ডেভেলপার এনস্কেল গ্লোবাল হোল্ডিংস ও বিনিয়োগ গোষ্ঠী আকের এএসএ। এ অংশীদারিত্বের মাধ্যমে আগামী বছর নরওয়েতে ১ বিলিয়ন ডলারের একটি ডেটা সেন্টার চালু হবে।

স্টারগেট নরওয়ে নামে এ পার্টনারশিপ প্রাথমিকভাবে এনভিডিয়ার ১ লাখ জিবি থ্রি হান্ড্রেড সুপার প্রসেসর ইনস্টল করবে এবং ক্রমবর্ধমান এআইয়ের চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে একে দশগুণ সম্প্রসারণ করবে। 

আরও পড়ুন:

জানা গেছে, এ ডেটা সেন্টারটি সম্পূর্ণরূপে স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্প নর্ডক্রাফট থেকে উৎপাদিত নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হবে যাতে ২০ মেগাওয়াট বৈদ্যুতিক শক্তি ব্যবহার করবে এবং পরবর্তীতে ২৯০ মেগাওয়াট পর্যন্ত ব্যবহার করার সুযোগও রাখা হবে।

এসএইচ