প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নুরুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। ভোরে তিনি যাত্রী আনতে যাওয়ার সময় পথেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন তিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নিহতের পিঠের বাঁ পাশে গুলির চিহ্ন আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন পরিবার ও স্থানীয় জামায়াত নেতারা।
এদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।





