টেস্টের প্রথম দিন শেষে উইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড | ছবি: এএফপি
0

সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। তবে ১৭তম ওভারের কিংকে এলবিডব্লুর ফাদে ফেলে জুটি ভাঙেন নিউজিল্যান্ডের বোলার টিকনার।

স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় উইন্ডিজ। পরে দলকে বিপদ থেকে টেনে তুলেন রস্টন চেজ ও শাই হোপ। আবারও টিকনারের আঘাতে বিপদে পড়ে উইন্ডিজ। হোপকে ব্যক্তিগত ৪৮ রান এবং অধিনায়ক চেজকেও ২৯ রানে দ্রুত ফেরান টিকনার।

আরও পড়ুন:

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৭৫ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান আসে হোপের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ক্যাম্পবেল।

টিকনারের চার উইকেটের পাশাপাশি মাইকেল রে নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি ও গ্লেন ফিলিপস।

দিনের শেষ দিকে খেলতে নেমে নয় ওভার খেলে বিনা উইকেটে ২৪ রান তুলেছে নিউজিল্যান্ড। অপরাজিত আছেন লাথাম ৭ ও ডেভন কনওয়ে অপরাজিত আছেন ১৬ রানে। প্রথম দিন শেষে ১৮১ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড

এসএস