ইসরাইলি দূতাবাসকর্মীদের গুলি: ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ আখ্যা ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিহত ইসরাইলি দূতাবাসের দুই কর্মী
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিহত ইসরাইলি দূতাবাসের দুই কর্মী | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে যুক্তরাষ্ট্র পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্ত ব্যক্তি ফিলিস্তিনের মুক্তির দাবিতে চিৎকার করছিলেন। একে ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২১ মে) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইহুদি যাদুঘরের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। সেসময় যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই নিহত হন তারা। ইসরাইলি রাষ্ট্রদূত জানান, ইয়ারুন ও সারা নামের নিহত দুই কর্মী তরুণ জুটি ছিলেন। আর কয়েকদিন পরই তাদের গাঁটছড়া এক হওয়ার কথা ছিল।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। ৩০ বছর বয়সী ইলিয়াস রুদ্রিগেজ নামের ঐ যুবক পুলিশি হেফাজতে থাকার সময় ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ জানায়, যাদুঘরের সামনে থাকা চার ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অভিযুক্ত ঐ ব্যক্তি।

আরো পড়ুন:

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশের প্রধান পামেলা স্মিথ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। গুলি ছোঁড়ার আগে সন্দেহভাজন ব্যক্তিকে যাদুঘরের আশপাশে ঘুরাঘুরি করতে দেখা যায়। চারজনকে লক্ষ্য করে সে গুলি ছোঁড়ে। গুলি করার পর যাদুঘরের ভেতরে ঢুকে গেলে তাকে আটক করে সেখানকার নিরাপত্তা কর্মীরা।’

এ ঘটনার সময় যাদুঘরের ভেতরে অনুষ্ঠান চলছিল। যেখানে উপস্থিত ছিলেন ইসরাইলি দূতাবাসের আরও অনেক কর্মী।

এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে ইহুদিবাদ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দাবি তার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব ইসরাইলি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর।

সেজু