ইসরাইলে জরুরি অবস্থা জারি: প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইসরাইলের সামরিক বাহিনী
ইসরাইলের সামরিক বাহিনী | ছবি: আনাদোলু এজেন্সি
0

ইরানের ওপর ইসরাইলিদের ‘পূর্ব-নির্ধারিত হামলা’ শুরুর পর তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দেয়া হয়েছে। এমতাবস্থায় আজ (শুক্রবার, ১৩ জুন) ইসরাইল জরুরি অবস্থা জারি করেছে।

ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরাইলের আগাম হামলার পর, তাৎক্ষণিকভাবে ইসরাইল রাষ্ট্র এবং এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন:

অতএব, এবং নাগরিক প্রতিরক্ষা আইনের অধীনে তার কর্তৃত্ব অনুসারে প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এখন একটি বিশেষ আদেশে সই করেছেন। আদেশ অনুসারে সমগ্র ইসরাইলরাজ্য জুড়ে হোম ফ্রন্টে একটি বিশেষ জরুরি অবস্থা জারি করা হবে।—বাসস

এএইচ