তীব্র তাপপ্রবাহেও স্পেনে পর্যটকদের ঢল

স্পেনের ইবিজা দ্বীপ
স্পেনের ইবিজা দ্বীপ | ছবি: এখন টিভি
0

গ্রীষ্মের তাপপ্রবাহ উপেক্ষা করেই পযর্টকদের ঢল নেমেছে স্পেনে। স্প্যানিশ দ্বীপ ইবিজায় নাইটলাইফ উপভোগ ও সাগরের নোনাজলে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ভূমধ্যসাগরের আইবেরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত স্প্যানিশ দ্বীপ ইবিজা। ভ্যালেন্সিয়া শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের এই শহরে যেন বইছে উৎসবের আমেজ।

গ্রীষ্ম শুরুর খরতাপে যখন পুড়ছে স্পেন। ঠিক এই সময়েই ভ্রমণপিপাসুদের কাছে মিলনমেলার তীর্থস্থান ইবিজা দ্বীপ। গ্রীষ্মে রাতের জীবন এবং মিউজিক ক্লাবের দৃশ্য যেন কাছে টানে পর্যটকদের। 

দিনের শুরুতে সৈকতে হাসফাস অবস্থা হলেও গরমে কেউ ছুটেছেন সমুদ্রে। অনেকেই আবার উপভোগ করছেন সূর্যস্নান। গানের তালে নেচে গেয়ে উপভোগ করছেন দ্বীপের সৈন্দর্য।

ফরাসি থেকে ব্রিটিশ সব দেশেরই পর্যটকদের আনাগোনায় মুখর ইবিজা সমুদ্র সৈকত। বিপুলসংখ্যক পর্যটকদের আগমনে চাঙা হোটেল রেস্তোরাঁ ব্যবসা। পর্যটকদের আগমনে খুশি সংশ্লিষ্টরা।

পর্যটকদের মধ্যে একজন বলেন, ‘ইবিজা দ্বীপ একটি ব্র্যান্ড, যা নিজেকে ছাড়িয়ে গেছে। গ্রীষ্মকাল শুরু হলে পর্যটকরা এখানে আসেন, পুরো দ্বীপে আনন্দ আয়োজন উপভোগ করেন সবাই।’

আরেকজন বলেন, ‘এটি চমৎকার জায়গা। প্রথমবার যখন এসেছিলাম, তখন খাবার এবং রেস্তোরাঁগুলো ভালো ছিল না, কিন্তু এবার সবকিছু জমে উঠেছে। ছুটি কাটানোর জন্য সত্যিই এটি ভাল গন্তব্য।’

আরেকজন পর্যটক বলেন, ‘এখন মৌসুম শুরু হচ্ছে। চার পাঁচ মাস স্থায়ী হবে। পর্যটকদের পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ পাওয়া যায়। আমরা খুশি, আনন্দের সঙ্গে সবকিছু উপভোগ করছি।’

দিনের আলোর পাশাপাশি রাতের নৈসর্গিক সৌন্দর্য সবচেয়ে বেশি ডুবে থাকেন ইবিজায় আশা দর্শনার্থীরা। পরিবার প্রিয়জনের সঙ্গে আলো-আধারে মেতে উঠেন সবাই। ইবিজা দ্বীপে ১ লাখ ৪০ হাজার বাসিন্দা থাকলেও প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে দ্বীপপুঞ্জে ঘুরতে আসেন ৩০ লাখেরও বেশি পর্যটক।

এসএইচ