ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের মূল তিনটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পরমাণু কেন্দ্রগুলোতে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে ট্রাম্প বলেন, ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে বলেও হুঁশিয়ারি তেন তিনি। আজ (রোববার, ২২ জুন) টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

ইরানে হামলার পর ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক নির্ভুল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাস-সমর্থক রাষ্ট্রের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকির অবসান ঘটানোই আমাদের লক্ষ্য ছিল।

এএইচ