ইরানে মার্কিন হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরাইল

ইসরাইলের একটি এয়ারপোর্ট ও বিমান
ইসরাইলের একটি এয়ারপোর্ট ও বিমান | ছবি: টাইমস অব ইসরাইল
0

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরাইল। রোববার (২২ জুন) সকালে ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

তারা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের আকাশসীমা বন্ধ থাকবে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরাইলের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে। তবে মিশর এবং জর্ডানের সাথে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ চলছে বলে বিবৃতিতে জানানো হয়।

ইরানের বিরুদ্ধে বোমা হামলা অভিযান শুরু করার পর ইসরাইল গত ১৩ জুন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কিন্তু শুক্রবার বিদেশে আটকে পড়া ইসরাইলি নাগরিকদের ফিরিয়ে আনার ফ্লাইটের জন্য এটি পুনরায় খুলে দেয়া হয়েছিল।—বাসস

এএইচ