যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারো সমর্থন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তার দেশ পুরোপুরি পাশে আছে, এবং তিনি সব পক্ষকে আবারো আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কোনো উত্তেজনা বা পূর্ণাঙ্গ যুদ্ধ চাই না।’ এসময় তার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

আলবানিজ বলেন, ‘আমরা সবসময় আলোচনা এবং কূটনীতির পক্ষে আছি।’ এবং তিনি ইরানকে আহ্বান জানিয়ে বলেন, ‘তারা যেন এমন কোন পদক্ষেপ না নেয়, যা এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।’

এএইচ