ইরানের ফোর্দোতে আবারো হামলা

ফোর্দো
ফোর্দো | ছবি: রয়টার্স
0

ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। কিউওএমের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় আবারো আক্রমণ করা হয়েছে, তবে হামলার পেছনে কারা ছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

গতকাল যুক্তরাষ্ট্র যে তিনটি স্থানে হামলা চালিয়েছিল তার মধ্যে ফোর্দোও একটি। হায়দারি বলেন, ‘এ এলাকার নাগরিকদের জন্য কোনো বিপদ নেই।

এদিকে, স্থানীয় সময় দুপুরের দিকে তেহরান এবং কাছাকাছি কারাজকে লক্ষ্য করে ব্যাপক ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

আরো পড়ুন:

রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ ফিড কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং এটি নিশ্চিত করা হয় যে বেশ কয়েকটি চ্যানেলের সরাসরি সম্প্রচার পরিচালনায় সম্পৃক্ত ভবনে আঘাত হানা হয়েছে।

এছাড়াও এভিন কারাগারের প্রবেশপথেও বোমা হামলা চালানো হয়েছে। উত্তর তেহরানের মর্যাদাপূর্ণ শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়কেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

এএইচ