আলজাজিরার প্রতিবেদন বলছে, মার্শাল দ্বীপের পতাকাবাহী ট্যাংকার 'ম্যারি সি' ও পানামার পতাকাবাহী রেড রুবি সংযুক্ত আরব আমিরাত উপকূলে নোঙর করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের পতাকাবাহী আরেকটি ট্যাংকার নোঙর করেছে ওমান উপকূলে।
পারমানবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্তে নীতিগত সমর্থন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যদিও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।