গাজায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরাইলের হামলায় নিহত ৩৭

গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় হতাহত
গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় হতাহত | ছবি: সংগৃহীত
0

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ জুন) ভোরে গাজা সিটির কেন্দ্রস্থলে ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, ইসরাইলি বাহিনী আজ ভোরে যেসব মানুষ খাদ্য ও সহায়তার জন্য জড়ো হয়েছিলেন, তাদের ওপর সরাসরি গোলাবর্ষণ চালিয়েছে। এতে ৩৭ জন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন।

এসএইচ