পরিবর্তন করা হলো কাবা ঘরের গিলাফ

পরিবর্তন করা হলো কাবা ঘরের গিলাফ
পরিবর্তন করা হলো কাবা ঘরের গিলাফ | ছবি: সংগৃহীত
0

হিজরি নববর্ষের প্রথম দিনে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। রীতি অনুযায়ী বুধবার (২৫ জুন) মসজিদুল হারামে এশার নামাজ শেষ হবার পর উন্মোচন করা হয় নতুন গিলাফ। দীর্ঘ ১১ মাস ধরে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে দামি সিল্ক কাপড়। তার ওপরে স্বর্ণ-রৌপ্যের সুতায় ক্যালিগ্রাফি করা হয়েছে কোরানের ৬৮টি আয়াত, যা দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসল্লি।

এ বছরও আরবি নতুন বছর শুরুর আগে পরিবর্তন করা হয় পবিত্র কাবার গিলাফ। ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মুহাররাম শুরুর সময়টাকেই বেছে নিয়েছেন মসজিদুল হারাম ও মীনার মাসজিদ কর্তৃপক্ষ।

কাবার গিলাফকে আরবিতে কিসওয়া বলা হয়। বুধবার এশার নামাজ শেষে মসজিদুল হারামের প্রাঙ্গণে উন্মোচিত হয় কিসওয়া, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসুল্লি। 

এসময় সৌদি আরবের রাজপরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ পদ্ধতিতে সুক্ষ বুননে করা হয় কাবার গিলাফ, যা তৈরিতে শতাধিক শিল্পীর সময় লাগে প্রায় ১১ মাস। দেশটির ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ৭টি ধাপে তৈরি করা হয় এটি।

কিসওয়ার তৈরিতে দামি রেশম কাপড়ের ৪৭ টুকরো কাপড় ব্যবহার করা হয়, যেখানে অলঙ্কৃত হয় কোরানের ৬৮টি আয়াত। আর এসব আয়াত লিখতে ব্যবহার করা হয় প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের স্বর্ণ ও ১০০ কেজি রুপা দিয়ে ক্যালিগ্রাফি করা হয় কোরানের আয়াত। পুরো গিলাফটি বানানোর পর এর ওজন দাঁড়ায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

সৌদির রীতি অনুযায়ী, নতুন গিলাফ কাবা শরিফের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয় এবং পুরোনোটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

এসএইচ