তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা স্থগিত: ট্রাম্প

আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প
আলী খামেনী, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি তোলার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তাই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হলে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন:

পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও মিথ্যা বলে আখ্যা দেন তিনি।

এদিকে পরমাণু পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি চাইলে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক সুর বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আব্বাস আরাঘচি।

এক এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এমন আচরণের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার লাখো সমর্থকের মনে কষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সেজু