ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানিয়েছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিশেষ ঘোষণা আসতে পারে। জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কা সৃষ্টি হওয়ায় চীনা এই ভিডিও শেয়ারিং অ্যাপটি যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।
শর্ত জুড়ে দেয়া হয়, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বেচে দিলে তুলে নেয়া হবে নিষেধাজ্ঞা। যদিও ৩ বার ঘোষণা দিয়ে এখনও পর্যন্ত টিকটিক বিক্রির বাধ্যতামূলক আইন প্রয়োগ করেনি মার্কিন প্রশাসন।
বিবিসি বলছে, মালিকানা হস্তান্তর করতে হলে সেখানে চীনা প্রেসিডেন্টের অনুমতির প্রয়োজন হবে। ট্রাম্পের বিশ্বাস, শি জিন পিং ওয়াশিংটনের এই প্রস্তাব অবশ্যই আমলে নেবেন।