আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আফগানিস্তান ও রাশিয়ার সরকার পর্যায়ে নেতাদের সাক্ষাৎ
আফগানিস্তান ও রাশিয়ার সরকার পর্যায়ে নেতাদের সাক্ষাৎ | ছবি: দ্য মস্কো টাইমস
0

প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। গেল বৃহস্পতিবার নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। এর মধ্য দিয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভালো সম্ভাবনা জেগেছে মস্কোর। এছাড়া, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক কারবারির মতো অপরাধ মোকাবিলায় কাবুলকে সমর্থন দিয়ে যাবে রাশিয়া।

বাণিজ্য ও অর্থনৈতিক বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোতেও রাশিয়া সহায়তা করবে। মস্কোর এমন পদক্ষেপকে সাহসী ও মূল্যবান বলে মন্তব্য করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান।

এএইচ