এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভালো সম্ভাবনা জেগেছে মস্কোর। এছাড়া, নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক কারবারির মতো অপরাধ মোকাবিলায় কাবুলকে সমর্থন দিয়ে যাবে রাশিয়া।
বাণিজ্য ও অর্থনৈতিক বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোতেও রাশিয়া সহায়তা করবে। মস্কোর এমন পদক্ষেপকে সাহসী ও মূল্যবান বলে মন্তব্য করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান।