যুক্তরাষ্ট্রজুড়ে বেড়েছে ছাঁটাই আতঙ্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রজুড়ে বেড়েছে ছাঁটাই আতঙ্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর বিদায় বেলায় দেখা যাচ্ছে অশ্রুসজল দৃশ্য। প্রিয় কর্মস্থল থেকে চোখের জলে বিদায় নিচ্ছেন সদ্য চাকরিচ্যুত কর্মীরা। মন্ত্রণালয়ের পুনর্গঠনের উদ্দেশেই একযোগে এতো বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন। ট্রাম্পের এ সিদ্ধান্তকে অবৈধ বলছেন অনেকে।

অশ্রুভরা চোখে বিদায় জানানো হচ্ছে সদ্য কর্মচ্যুত সহকর্মীদের। অনেকে আবার হাত তালি দিয়ে বিদায় জানাচ্ছেন সহকর্মীদের।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ ও সাম্প্রতিক সময়ে ইরান-ইসরাইল সংঘাত ইস্যুতে সাম্প্রতিক সময়ে বেশ দোলাচলের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চহারে শুল্কারোপের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বেড়েছে সম্পর্কের বৈরিতা।

এ পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেই উদ্দেশেই শুক্রবার (১১ জুলাই) এক যোগে ১ হাজার ৩৫০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই প্রথম এতো বড় ছাঁটাইয়ের ঘটনা ঘটলো।

এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের পুনর্গঠনের উদ্দেশেই কর্মী ছাঁটাই শুরু করেছে তারা। তবে স্টেট ডিপার্টমেন্টের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক ও বর্তমান ফেডারেল কর্মীরা। এমনকি সরকারি কর্মী ছাঁটাইয়ের এ প্রক্রিয়াকে ট্রাম্প প্রশাসনের অবৈধ কাজ বলে দাবি অনেকের।

কর্মীদের একজন বলেন, ‘ট্রাম্প যা করেছেন তা অন্যায়। সামনের সারি থেকে মানুষকে টেনে নিচে নামাচ্ছেন। মধ্যপ্রাচ্য, চীন ও রাশিয়ার নিয়ে ইতোমধ্যেই আমরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে দক্ষ লোকবলের ছাঁটাই আরও উদ্বেগের।’

আরেকজন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব কর্মীরা দক্ষতার সঙ্গে বহু বছর কাজ করেছে। তাদের এই ছাঁটাই অবশ্যই অবৈধ।’

সিএনএনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রায় ২ লাখ ৭৫ হাজারের বেশি সরকারি চাকরিজীবী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সেজু