তামিলনাড়ুতে মালবাহী ট্রেনে ভয়াবহ আগুন

তামিলনাড়ুতে মালবাহী ট্রেনে ভয়াবহ আগুন
তামিলনাড়ুতে মালবাহী ট্রেনে ভয়াবহ আগুন | ছবি: সংগৃহীত
0

ভারতের তামিলনাড়ুতে একটি মালবাহী ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ডিজেলভর্তি ৪টি বগি। আজ (রোববার, ১৩ জুলাই) সকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।

ট্রেনটি মানালি থেকে ত্রিপতি অঞ্চলে যাচ্ছিলো। তামিলনাড়ুর ত্রিভাল্লুর রেল স্টেশনে পৌঁছালে হঠাৎ-ই এতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। যদিও তদন্তের মাধ্যমে শিগগিরই এর কারণ উদঘাটনের কথা জানান রাজ্যটির দমকলবাহিনীর প্রধান।

এসএইচ