তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ সামরিক মহড়া

তাইওয়ানের বাৎসরিক সামরিক মহড়া
তাইওয়ানের বাৎসরিক সামরিক মহড়া | ছবি: এমএনডি ফটো
0

তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ নামে বাৎসরিক সামরিক মহড়া। ১০ দিন ব্যাপী এ মহড়ার অংশ হিসেবে সোমবার ভোরে রাজধানী তাইপেতে বিশেষ লজিস্টিকস অনুশীলন চালায় দেশটির সেনারা।

এর আগে সামরিক মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর প্রথম ট্যাকটিক্যাল ফাইটার উইং একটি রানওয়ে মেরামতের মহড়া চালায়।।একই সাথে তাইপের মেট্রোর বিভিন্ন সুবিধা ব্যবহার করে এ মহড়ায় সৈন্য ও সামরিক সরঞ্জাম দ্রুত পুনর্বিন্যাসের অনুশীলন করা হয়।

যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেটের প্রশিক্ষণও নিয়েছে দেশটির সামরিক বাহিনী। চীনকে সামরিক সক্ষমতা দেখাতেই মূলত মহড়া চালায় তাইওয়ান।

এএইচ