বাস্তিল ডে উদযাপনে আইফেল টাওয়ারকে ঘিরে আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী

আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী
আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী | ছবি: সংগৃহীত
0

ফ্রান্সের প্যারিসে বাস্তিল ডে উদযাপনে আইফেল টাওয়ারকে ঘিরে হয়ে গেল মনোমুগ্ধকর আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী। স্থানীয় সংবাদমাধ্যমের বলছে, সোমবার (১৪ জুলাই) এই হাইব্রিড প্রদর্শনীতে মোট ১০০০ টি এলইডি সজ্জিত ড্রোন ব্যবহার করা হয়েছে।

ফ্রান্সে প্রতিবছর ১৪ জুলাই বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বাস্তিল ডে উদযাপন করা হয়। এদিন প্যারিসসহ গোটা ফ্রান্সজুড়ে থাকে জমকালো আয়োজন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজন করা হয় এই উৎসবের। যেখানে অংশ নেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

এ বছর আতশবাজি ও ড্রোনের প্রদর্শনী আলোকিত করেছে আইফেল টাওয়ারের চারপাশের রাতের আকাশ। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ।

সেজু