ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠক কাল; রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

ডানে ভ্লাদিমির পুতিন এবং বামে ভলোদিমির জেলেনস্কি
ডানে ভ্লাদিমির পুতিন এবং বামে ভলোদিমির জেলেনস্কি | ছবি: সংগৃহীত
0

তৃতীয়বারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠেয় এ বৈঠকে যুদ্ধবন্দি বিনিময় ও পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য আলোচনার বিষয় প্রাধান্য পাবে। ইউক্রেনের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করলেও এখনো প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া। এদিকে সমঝোতায় টালবাহানা করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।

সাত সপ্তাহ পর আগামীকাল বুধবার আবারও বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেলো ২ বারের মতো এবারও শান্তি আলোচনার বৈঠকস্থল তুরস্কের ইস্তাম্বুল।

জেলেনস্কি জানান, যুদ্ধবন্দি বিনিময়ের পাশাপাশি এবারের বৈঠকে প্রাধান্য পাবে সমঝোতার জন্য পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনের জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম উমেরভের সঙ্গে কথা বলেছি। যিনি কিয়েভের প্রতিনিধি দলের প্রধান ছিল। আগামী বুধবার পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। যুদ্ধবন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে পরবর্তী বৈঠক নিয়ে আলোচনা হবে।’

এখনো শান্তি আলোচনার দিনক্ষণ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি রাশিয়া। তবে সূত্রের বরাতে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, বৈঠক চলবে দুইদিন, আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) ও শুক্রবার (২৫ জুলাই)।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলছেন, গেলো দু'টি বৈঠকে দু’পক্ষই চুক্তির খসড়া বিনিময় করছে। আসন্ন বৈঠকে মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হবে। এবারও রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পুতিনের ঘনিষ্ট মিত্র ভ্লাদিমির মেডিনস্কি।

ক্রেমলিন মুখপাত্র বলেন, ‘আমাদের দিক থেকে প্রতিনিধি দলে কোনো পরিবর্তন নেই। দুই পক্ষই এরই মধ্যে খসড়া চুক্তি বিনিময় করেছে। তবে খসড়াগুলো একে অপরের চেয়ে বিপরীত। তাই মতৈক্যে পৌঁছাতে আরও কূটনৈতিক কার্যক্রম চালাতে হবে।’

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকার প্রধানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন কিয়েভের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সমঝোতায় টালবাহানা করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো বলেন, ‘আমার দলকে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কাজ করতে বলেছি। যদি ভ্লাদিমির পুতিন সমঝোতায় সদিচ্ছা না দেখায়, সেক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে নরওয়ে। জার্মান চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের বলেন, ‘এখানে উপস্থিত হয়ে বলতে চাই, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অর্থায়ন করতে আমরা প্রস্তুত রয়েছি। এমন অবস্থায় জার্মানির সঙ্গে সহযোগিতার পরিকল্পনা করছি। আশা করছি, অর্থায়নের বিষয়টি পাকাপোক্ত করে ইউক্রেনের জন্য বড় সহায়তা করতে পারবো।’

শান্তি আলোচনার অগ্রগতির মধ্যেই ইউক্রেনজুড়ে আবারও বড় হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতে একঝাঁক ড্রোন ও মিসাইলের লক্ষ্যবস্তু ছিল কিয়েভের বেসামরিক স্থাপনা। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ইউক্রেনীয়।

এসএইচ