একতলা ভবনটির ছাদ ধসে পড়ার সময় স্কুলে শিক্ষক ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিল প্রায় ৬০ জন শিক্ষার্থী। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় স্কুলটিতে। হতাহত শিক্ষার্থীদের বয়স আট থেকে ১১ বছরের মধ্যে।
ঝালাওয়ারের পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, এখন পর্যন্ত ৭ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর ধসে পড়ে স্কুলটির ছাদ। ভবনটি জরাজীর্ণ বলে এর আগে বেশ কয়েকবার অভিযোগ জমা দেয়া হয়েছিল।
ঘটনার পর রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেন, ‘জেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কেন ভবনটি ধসে পড়লো তা খতিয়ে দেখা হবে।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।