চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে ইইউ উদ্বিগ্ন, তবে সম্পর্ক জোরদারে ঐকমত্য

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইইউ এর প্রেসিডেন্টের সাথে করমর্দন করছেন চায়না প্রেসিডেন্ট
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইইউ এর প্রেসিডেন্টের সাথে করমর্দন করছেন চায়না প্রেসিডেন্ট | ছবি: সংগৃহীত
0

চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্যের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরজুলা ফন ডার লাইয়েন। অন্যদিকে, চীনা প্রধানমন্ত্রী বলেছেন, অনিশ্চয়তা মোকাবিলায় চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি নিয়ে ইইউ উদ্বেগ জানালেও পারস্পরিক সম্পর্ক জোরদারে আগ্রহী উভয়পক্ষই। এদিকে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্কারোপের ৯৩ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ অনুমোদন করেছেন ইউরোপীয় নেতারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে অনেকটায় অস্বস্তিতে চীন ও ইউরোপ। ট্রাম্পও তাদের কোনোভাবেই বাগে আনতে পারছেন না। এর জেরে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার হিসেবে চীনের প্রথম পছন্দ ইউরোপ। এদিকে, মার্কিন শুল্ক থেকে রেহাই পেতে চীনের দিকে ঝুঁকছে ইউরোপের দেশগুলো।

ইউরোপের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে হয়ে গেলো একদিনের শীর্ষ সম্মেলন। যেখানে গুরুত্ব পেয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার ইস্যু।

বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডার লাইয়েন জানান, চীনের সঙ্গে ইউরোপের সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন ইইউ প্রধান। এ সময় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংকে দুই অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডার লাইয়েন বলেন, ‘এ বৈঠকের মধ্য দিয়ে চীনের সঙ্গে ইউরোপের সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। তবে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পুনঃভারসাম্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পুনঃভারসাম্য নিশ্চিত করা অপরিহার্য। দুই অঞ্চলের সমস্যাগুলো সমাধানের জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে।’

তবে চীনের সঙ্গে ৩৬০ বিলিয়ন ডলারের বিপুল বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপের ২৭ দেশের এই জোট। ঘাটতি কমাতে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান ইইউ প্রধান। তার আশা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাণিজ্যকে এগিয়ে নেবে দুই পক্ষ।

এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হলেও, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে। অনিশ্চয়তা মোকাবিলায় ইইউকে একটি সঠিক ও কৌশলগত কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বানও জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘চীন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনটি শুরুতে ব্রাসেলসে হওয়ার কথা ছিল। তবে চীনা প্রেসিডেন্টের আপত্তির মুখে পরে তা বাতিল হয়। অবশেষে বৃহস্পতিবার চীনের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয় সম্মেলনটি।’

এদিকে, বৃহস্পতিবার মার্কিন পণ্যের ওপর ৯৩ বিলিয়ন ইউরোর পাল্টা শুল্ক প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে জোট। যা কার্যকর হবে ৭ আগস্ট থেকে।

ইএ