আগারগাঁওয়ে কোস্ট গার্ডের মাদকবিরোধী কর্মশালা

কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মাদক বিরোধী কর্মশালা
কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মাদক বিরোধী কর্মশালা | ছবি: কোস্ট গার্ড
0

আগারগাঁও শের-ই-বাংলা নগরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক মাদকবিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। আজ (বুধবার, ৩০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শের-ই-বাংলা নগর এলাকায় সরকারি সঙ্গীত কলেজে এ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশ নেয়।

সিয়াম-উল-হক বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরকম উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’—প্রেস বিজ্ঞপ্তি

এসএইচ