ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬২; ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৯ জনের

ক্ষুধায় কাতরানো অসহায় ফিলিস্তিনি শিশুদের ছবি
ক্ষুধায় কাতরানো অসহায় ফিলিস্তিনি শিশুদের ছবি | ছবি: সংগৃহীত
0

গাজায় গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুলাই) ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৬২ ফিলিস্তিনির। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনার গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে একই দিনে পুষ্টিহীনতায় ভুগে মারা গেছেন আরও ২ জন। ২০২৩ এর অক্টোবরে যুদ্ধ শুরুর পর এ নিয়ে উপত্যকাটিতে অপুষ্টিজনিত রোগে প্রাণ গেল মোট ১১৩ জনের।

এদিকে অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে না দেয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে মন্তব্য করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফরাসি প্রেসিডেন্টের ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা আসার পর এমন বক্তব্য দিলেন কানাডার রাষ্ট্রপ্রধান।

মার্ক কার্নির মতো গাজায় মাবনসৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইসরাইল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেভাবে ফিলিস্তিনিদের জন্য আসা ত্রাণ আটকে দিচ্ছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

এসএইচ