মেক্সিকো শহরে জনপ্রিয় হয়ে উঠছে চীনা ই-স্কুটার

ইয়াদিয়া ই-স্কুটার কারখানা
ইয়াদিয়া ই-স্কুটার কারখানা | ছবি: সংগৃহীত
0

মেক্সিকো শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চীনের তৈরি ই-স্কুটার। হালকা হওয়ায় সহজেই জ্যামের মধ্যেও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় এই বাইকের মাধ্যমে। এছাড়া প্রায় ৩৩ হাজার টাকায় মিলছে এক একটি ই-স্কুটার। চার্জ বিলও তেমন বেশি নয় বলে খুশি এর ব্যবহারকারীরা।

২ কোটির বেশি মানুষের ব্যস্ত নগরী মেক্সিকো সিটি। হরহামেশাই যানজটের বিড়ম্বনা পোহাতে হয় এ শহরের বিপুল সংখ্যক মানুষকে। নিত্য প্রয়োজনে ছুটে চলা মানুষের তাই দুর্ভোগের সীমা নেই।

যানজটের ভোগান্তি কমাতে মেক্সিকো সিটিতে জনপ্রিয় হয়ে উঠেছে ই-স্কুটার বা ই-বাইক। হালকা এই যানের মাধ্যমে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলতে পারেন নগরের বাসিন্দারা।

বাসিন্দাদের একজন বলেন, ‘আমার দুই ভাগিনা রয়েছে তারা স্কুলে পড়ে। ই-বাইক থাকায় দ্রুত তাদের আনা-নেওয়া করতে পারি। রাস্তায় জ্যাম থাকলেও খুব অসুবিধা হয় না।’

ই-বাইকগুলোর বাজার মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। সপ্তাহে ২ বার চার্জ দিলেই চলে। এতে বিদ্যুৎ বিল দিতে হয় মাসে প্রায় ৬০০ থেকে ৭ টাকা। সাশ্রয়ী মূল্যে, সময় উপযোগী এই যানবাহন ব্যবহার করতে পেরে খুশি নগরবাসী।

বাসিন্দাদের আরেকজন বলেন, ‘সপ্তাহে দুই বার চার্জ দিলেই হয় ই-বাইকে। এক মাসে আমাকে প্রায় সাড়ে ৫ ডলার বিল পরিশোধ করতে হয় এর জন্য।’

মেক্সিকো সিটির জনপ্রিয় এ ই-বাইকের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। সহজেই দুই থেকে তিন জন এতে চড়তে পারে। শহরটিতে এর ব্যবহারকারীর সংখ্যা এতোটা বেড়েছে যে সরকার এর শুমারির উদ্যোগ নিয়েছে।

ব্যবহারকারীদের একজন বলেন, ‘গন্তব্যে পৌঁছাতে আমাকে তিনবার বাস পরিবর্তন করতে হতো। এখন ই-স্কুটারের কারণে মাত্র ৪০ মিনিটে সহজে অফিসে পৌঁছাতে পারি।’

মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, ২০২৫ সালে মে মাস পর্যন্ত যেসব ই-বাইক আমদানি করেছে তার ৯৮ শতাংশই চীনের তৈরি। যা গত ২০২১ সালের তুলনায় প্রায় তিনগুণ। তবে দেশটির অভ্যন্তরেই ই-স্কুটার তৈরির পরিকল্পনা রয়েছে মেক্সিকো সরকারের। যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি অন্য দেশেও রপ্তানি করতে চান উদ্যোক্তা কোম্পানিগুলো।

ইয়াদিয়া নর্থ আমেরিকার পরিচালক ডানিয়েল জাং বলেন, ‘ইলেকট্রিক পণ্য হওয়ায় বর্তমানে চীন থেকে সব কাঁচামাল আসে। যুক্তরাষ্ট্রেও এর বড় একটা বাজার রয়েছে। ইয়াদার মতো অনেক কোম্পানি যুক্তরাষ্ট্রে ই-স্কুটারের ফ্যাক্টরি খুলবে শিগগিরই।’

মেক্সিকো ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ই-বাইক।

সেজু