এমন পরিস্থিতিতে কাজ শেষ করার বিকল্প নেই। ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেয়ার ঘোষণার বিরোধিতা করে ট্রাম্প জানান, ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোর বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না।
এরইমধ্যেই নেতানিয়াহু জানিয়েছেন জিম্মিদের ফেরত আনার পাশাপাশি গাজায় হামাসের শাসন শেষ করার লক্ষে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে ইসরাইল।
এদিকে, অনাহার ও অপুষ্টিতে গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৯ ফিলিস্তিনি। উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।