ফিলিপিন্সে টাইফুন কো-মের প্রভাবে প্রাণহানি বেড়ে ২৭

টাইফুন কো-মের ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি, বন্যা
টাইফুন কো-মের ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি, বন্যা | ছবি: সংগৃহীত
0

ফিলিপিন্সে টাইফুন কো-মের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিখোঁজদের তালিকায় শুক্রবার যোগ হয়েছে আরও ৮ জনের নাম।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২ লাখ ৭৮ হাজারের বেশি বাসিন্দা। রাজধানী ম্যানিলা ও ৩৫টি প্রদেশে টানা চতুর্থ দিনের মতো বন্ধ আছে স্কুল-কলেজ ও সরকারি কার্যক্রম।

সপ্তাহব্যাপী এই দুর্যোগে ধসে গেছে ৩ হাজারের বেশি বসতবাড়ি। উদ্ধার অভিযানে স্থানীয়দের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী, কোস্ট গার্ড, দমকল কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লুজন প্রদেশের অন্তত ৮০টি ছোটবড় শহরে প্রবেশ করেছে বন্যার পানি। এদিকে, মৌসুমি ঝড় ও অতিবৃষ্টিতে বিপর্যন্ত চীনের বাওডিং প্রদেশ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১৯ হাজারেরও বেশি বাসিন্দা।

অন্যদিকে, আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। বৃহস্পতিবারের পর অঞ্চলটিতে বন্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।

সেজু