ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১৮ বছর বয়সি কোনো তরুণকে যুদ্ধে ব্যবহার করা হবে না।
যদিও রুশ সেনাবাহিনীর নতুন নিয়ম অনুসারে, স্কুল থেকে সদ্য পাশ করা শিক্ষার্থী যদি সামরিক পরীক্ষায় পাশ করে তাকে সরাসরি সেনাদলে অন্তর্ভুক্ত করা হবে। আর এর জন্য প্রয়োজন হবে মাত্র ৩ মাসের প্রশিক্ষণ।
বিবিসি বলছে, এই নিয়মের কারণে এখনও পর্যন্ত বহু তরুণ রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দেশপ্রেমকে সামনে রেখে হাজার হাজার তরুণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মস্কো। বিপরীতে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন।