একই দিনে একে অপরের ডিপোতে হামলার দাবি রাশিয়া-ইউক্রেনের

বামে রাশিয়ার সেনা সদস্যরা, ডানে ইউক্রেনের সেনাবাহিনী
বামে রাশিয়ার সেনা সদস্যরা, ডানে ইউক্রেনের সেনাবাহিনী | ছবি: সংগৃহীত
1

ইউক্রেনের সরবরাহ ডিপোতে সফল হামলার দাবি করছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ান গোলাবারুদ ডিপোতে হামলার দাবি ইউক্রেনের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৭ জুলাই) তাদের বাহিনী ইউক্রেনের সাতটি ইলেকট্রনিক ব্যবস্থা, ১৬টি গোলাবারুদ ডিপো, দু’টি উপকরণ গুদাম এবং সাতটি সরবরাহ ডিপো ধ্বংস করেছে। 

এছাড়া একদিনে রুশ ভূ-খণ্ড থেকে ৭২টি ইউক্রেনীয় ড্রোন আটক ও গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

এদিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, একইদিন সম্মুখ সারির ১৫৩টি যুদ্ধ সংঘটিত হয়েছে। যেখানে ইউক্রেনীয় সৈন্যরা বিভিন্ন দিক থেকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে। 

এমনকি ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট ছাড়াও কামান ও গোলাবারুদ ডিপোতে পাল্টা হামলা চালিয়েছে।

এসএইচ