জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় চালকসহ নিহত ৩, আহত অর্ধশত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন | ছবি: সিএনএন
0

জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাডেন উর্টেমবার্গ রাজ্যে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় চালকসহ নিহত হয়েছে অন্তত ৩ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর।

মিউনিখ শহর থেকে ১৫৮ কিলোমিটার দূরে বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। সেসময় ট্রেনের ভেতরে ১০০ যাত্রী ছিল।

ট্রেনটি সিগমারিংগেন শহর থেকে উলম শহরের দিকে যাচ্ছিলো। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি ও ভূমিধ্বস এর পেছনের কারণ।

এএইচ