রাশিয়ায় ভূমিকম্প; কুড়িল ও জাপান উপকূলে সুনামির আঘাত

সেভেরো-কুরিলস্কের কিছু অংশে কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে
সেভেরো-কুরিলস্কের কিছু অংশে কমপক্ষে তিনটি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুড়িল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত হানতে শুরু করেছে সুনামি। যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান এমনকি পেরু এবং ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা ১৩ ফুট ছাড়ানোর শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে ধসে পড়েছে কয়েকটি ভবন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। তারা আবারও সংশোধন করে ৮ দশমিক ৮ করে।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূল প্লাবিত হওয়ার দৃশ্য এটি। সুনামি আঘাত হানার কিছুক্ষণ বাদেই সাগরে তলিয়ে যায় বন্দর নগরী সেভেরো কুরিলস্ক। ২ হাজার স্থানীয় বাসিন্দার পরিণতিও অজানা।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে দেশটির কুড়িল দ্বীপ ও জাপানের হোক্কাইডো দ্বীপে। এসময় ঢেউয়ের উচ্চতা ছিলো ১০ ফুটের বেশি।

আরও পড়ুন:

এরইমধ্যে রাশিয়ার পাশাপাশি জাপান, তাইওয়ান, যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল ও ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ১৩ ফুট ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ নিয়েছে জাপান সরকার। অনবরত বাজছে সাইরেন। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদেরও সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। বহুতল ভবনের ছাদে আশ্রয় নিতে দেখা গেছে অনেককে। উপকূলীয় এলাকা ছাড়ার সময় হাওয়াইয়ের বেশ কিছু স্থানে তৈরি হয় যানজট।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাশা হায়াশি বলেন, ‘সকাল ৮টা ২৫ মিনিটে ৮.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ কারণে হোক্কাইডো ওয়াকাইয়ামা অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যত দ্রুত সম্ভব, উঁচু স্থানে আশ্রয় নিন। সুনামিতে ৩ মিটার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।’

এদিকে, ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সতর্কতা জারি করা অঞ্চলগুলোর নাম উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এসময় জনগণকে সাহস ধরে রাখার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো কামচাটকা উপকূল থেকে ১১৯ কিলোমিটার দূরে। বিবিসির তথ্য বলছে, শক্তিমত্তার দিক থেকে এবারের ভূমিকম্পটি রাশিয়ার ইতিহাসে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদোভ বলেন, ‘শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সুনামি আঘাতের শঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূল থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। শান্ত থাকার পাশাপাশি সবাই ধৈর্য ধারণ করুন।’

এরইমধ্যে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার তথ্য মিলেছে। যদিও হতাহতের তথ্য জানা যায়নি।

ইএ