শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেন: হতে পারে ভূখণ্ড বিনিময়

মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত

ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প
ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই।

সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ইতালি কিংবা সংযুক্ত আরব আমিরাত নয়, ট্রাম্প ও পুতিনের বৈঠক হচ্ছে আলাস্কায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যটিতে দুই প্রেসিডেন্টের সাক্ষাত হবে আগামী ১৫ আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আজারবাইজান ও আর্মেনিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সময় নিজেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেয়ার কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এখন দ্বন্দ্ব নিষ্পত্তির সময়। পাশাপাশি ইঙ্গিত দেন যুদ্ধবিরতির জন্য শান্তিচুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, ‘যুদ্ধ থামানো কঠিন বিষয়। তবে আমরা কাজ করে যাচ্ছি। দুই দেশের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে। যা দুপক্ষের জন্যই মঙ্গলজনক। এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, দোনাবাস ও ক্রিমিয়া অঞ্চলের দখল রাখতে চায় রাশিয়া। বিপরীতে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ফেরত পাবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর এমনটাই প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য বৈঠকের ঘোষণার মাধ্যমে কৌশলগত জয় পাচ্ছেন ভ্লাদিমির পুতিন।

চ্যাথাম হাউজ ইউক্রেন ফোরাম চেয়ার সাইমন স্মিথ বলেন, ‘আমার মনে হয় না দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কেউ বড় জয় পাচ্ছেন। তবে এখানে ছোট ও কৌশলগত জয় অর্জন করা সম্ভব। যাতে জয়ী হতে যাচ্ছেন পুতিন। কারণ তিনি এর মাধ্যমে সেনাদের জন্য আরও সময় এনে দিতে পারবেন।’

ক্রেমলিনের এক মুখপাত্র বিবিসিকে জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে আলাস্কাকে সাক্ষাতের স্থান হিসাবে ঠিক করার বিষয়টি যথোপযুক্ত। এরইমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ায়। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছি। রাশিয়ার ওপর চাপ প্রয়োগ ছাড়া যুদ্ধবিরতি সম্ভব নয়। আমরা চিরস্থায়ী শান্তি চাই। সম্ভাবনার সাথে সমস্যাও বাড়ছে। এখন দেখা যাক আমাদের প্রতিপক্ষ কেমন পদক্ষেপ নেয়।’

ইউক্রেনে যুদ্ধবিরতি শুক্রবারই চীন ও ভারতসহ ৫ দেশের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে যুদ্ধের অগ্রগতি নিয়ে অবহিত করায় পুতিনকে ধন্যবাদ জানান মোদি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করায় আনন্দিত বলে মন্তব্য করেছেন শি জিনপিং।

এফএস